মাদারীপুরে আবারও ডায়রিয়ার প্রকোপ, হিমশিম খাচ্ছে চিকিৎসা কর্মীরা

জেলা প্রতিনিধিঃ মাদারীপুরে আবারও দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। কেবল জেলা সদর হাসপাতালেই গেল গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে অন্তত ৭৫ জন রোগী। যার ৮০ শতাংশই শিশু। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের মেঝেতেও জায়গা দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি সামাল চিকিৎসা কর্মীরা দিতে হিমশিম খাচ্ছেন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হাসপাতাল ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদারীপুর পৌরসভার কালীবাড়ি এলাকার এইচএসসি পরীক্ষার্থী তাহসিন আহম্মেদ ডায়রিয়ায় শনাক্ত হয়ে ভর্তি হয়েছেন জেলা সদর হাসপাতালে। বেডসংকটে বাধ্য হয়ে চেয়ারে বসেই নিতে হচ্ছে চিকিৎসা। এইচএসসি পরীক্ষার্থী তাহসিন আহম্মেদ জানান, আমার পরীক্ষা চলমান। হাসপাতালে নেই বিছানা, মেঝেতেও জায়গা সংকট। এই পরিস্থিতিতে চেয়ার কিনে বসে বসে চিকিৎসা নিচ্ছি।
সদর উপজেলার মহিষেরচর এলাকার ষাটোর্ধ্ব হারেজ মাতুব্বর ডায়রিয়ায় শনাক্ত হয়ে হাসপাতালে এলে তার ঠাঁই হয়েছে মেঝেতে। ৩ দিন ধরে তিনি আছেন এই অবস্থায়। পাননি বেড। ষাটোর্ধ্ব হারেজ মাতুব্বর বলেন, ২৪ ঘণ্টায় ২টা স্যালাইন দিয়েছে।
ঠাণ্ডায় মধ্যে মেঝেতে থাকতে কষ্ট হচ্ছে। রোগীর চাপ বেশি হওয়ায় চারদিকে দুর্গন্ধ বাড়ছে। হাসপাতালের পরিবেশ খুবই খারাপ। শুধু তাহসিন আহম্মেদ কিংবা হারেজ মাতুব্বরই নন, তাদের মতো আরও রোগী আসছেন জেলা সদর হাসপাতালে। যাদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ।
এবিসিবি/এমআই