Type to search

আন্তর্জাতিক

চীনা ভ্যাকসিন তুলনামূলক কম কার্যকর

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই, আন্তর্জাতিক ভ্যাকসিনের ব্যবহারকে নিরুৎসাহিত করে আসছিল চীন। মডার্না এবং ফাইজারের পরিবর্তে চীনের দেশীয় ভ্যাকসিন সিনকোভাককে ব্যবহার করতে উৎসাহিত করছিলো দেশটি। তবে চীনা ভ্যাকসিনের কার্যকারিতা এবং বিশ্বজুড়ে মানুষের সমস্যা নিয়ে এবার প্রশ্ন তুললো সিঙ্গাপুর পোস্ট।

এক গবেষণার বরাত দিয়ে সিঙ্গাপুর পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, চীনা ভ্যাকসিন সিনোভ্যাক মৃত্যুর বিরুদ্ধে ৬১ শতাংশ কার্যকর, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে ৫৫ শতাংশ কার্যকর। যেখানে মডার্না এবং ফাইজার ৯০ শতাংশ কার্যকর।

এদিকে ল্যানসেটের একটি গবেষণায় বলা হয়, সিনকোভাক ভাইরাসের বিরোদ্ধে দুর্বল টি-সেল তৈরি করে যা শক্তিশালী ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম নয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এই ধরনের গবেষণা সাধারণ চীনে সাধারন মানুষের মধ্যে উদ্বেগ তৈরী করেছিল। যার ফলে দেশটির সাধারণ জনগণ চীনের ভ্যাকসিনগুলি প্রত্যাখ্যান করেছে, এবং তাই চীনা কর্তৃপক্ষ তার বৃহৎ জনসংখ্যাকে টিকা দিতে সক্ষম হয়নি। যা অবশেষে চরম জিরো কোভিড নীতির দিকে নিয়ে গেছে।

ইন্দোনেশিয়া ২০২০ সালের ডিসেম্বরে এক বিবৃতিতে বলেছিল, তারা চীনের ভ্যাকসিনের ৯৭ শতাংশ কার্যকারিতা পেয়েছিল। তবে ২০২১ সালে তারা চীনের ওপর থেকে মুখ ফিরিয়ে নেয়। বিবৃতি পরিবর্তন করে তারা বলেছিল, মাত্র ৬৫ শতাংশ কার্যকারীতা পেয়েছিল তারা।

চীনের দুই বন্ধু দেশ ব্রাজিল এবং পাকিস্তান ভ্যাকসিন নিয়ে গুরুতর শঙ্কা প্রকাশ করেছিল সে সময়। সেসময় ব্রাজিলে চীনের করোন টিকার কার্যকারিতা ছিল মাত্র ৫০.৪ শতাংশ। সে সময় ব্রাজিলের বুটানটান ইনস্টিটিউট জানিয়েছিল চীনের সিনোভ্যাক তাদেরকে হতাশ করেছে। ভ্যাকসিনটি ৫০ শতাংশের বেশি সুরক্ষা দিতে পারে না।

এবিসিবি/এমআই

Translate »