Type to search

Lead Story আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজে বিপজ্জনক হতে পারে বললেন প্রেসিডেন্ট বাইডেন

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) নিয়ে এখন গোটা বিশ্বেই আলোচনা চলছে। এর ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক দিকও আলোচনায় উঠে আসছে। বলা হচ্ছে ,প্রযুক্তির কল্যাণে বিশ্বের অভূতপূর্ব উন্নতি হলেও এর নেতিবাচক দিককেও  আমরা এড়িয়ে যেতে পারি না।

বিষয়টি নিয়ে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও কথা বললেন। তিনি সতর্ক করে বলেছেন, ‘এআই সমাজের জন্য বিপজ্জনক হতে পারে। তবে প্রযুক্তিটি কীভাবে সমাজে প্রভাবিত করতে পারে এখনও দেখার বাকি আছে।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকের শুরুর বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তি কোম্পানিগুলো তাদের পণ্য বাজারে ছাড়ার আগে তা নিরাপদ কিনা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। আমার দৃষ্টিতে প্রযুক্তি কোম্পানিগুলোর উচিত জনসাধারণের উদ্দেশে কোনও পণ্য বের করার আগে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা।

এইআই বিপজ্জনক কিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এখনও ভালোভাবে দেখার আছে, তবে বিপজ্জনক হতেও পারে।’

বাইডেন আরও বলেন, বিভিন্ন রোগ, জলবায়ু পরিবর্তনের মতো যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলায় সহায়তা করতে পারে এসব প্রযুক্তি। তবে প্রযুক্তিবিদদের আমাদের সমাজ, অর্থনীতি, জাতীয় সুরক্ষার জন্য সম্ভাব্য ঝুঁকির মোকাবিলার বিষয়টিও দেখতে হবে।

এবিসিবি/এমআই

Translate »