Type to search

Lead Story জাতীয় বাংলাদেশ

পুরোনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানাতে পেরে ‘খুব খুশি’ প্রধান উপদেষ্টা

সংক্ষিপ্ত সফরে ৫৮ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এমনকি একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক ভেন্যুতে গিয়েছেন তারা।

এ সময় আনোয়ার ইব্রাহিমকে ‘পুরোনো বন্ধু’ উল্লেখ করে তাকে স্বাগত জানাতে পেরে ‘খুব খুশি’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ড. ইউনূসের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানান ড. ইউনূস। সেখানেই তাদের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়।

পরে প্রেস উইং থেকে জানানো হয়, ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে প্রধান উপদেষ্টা ‘খুব খুশি’। বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং দেশটির নেতাদের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন ড. ইউনূস।

এরপর দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গমন করেন।

-ইত্তেফাক

Translate »