কোভিড-১৯ আক্রান্ত হলেন মাহমুদুল্লাহ, নেগেটিভ সাকিব

সাকিব আল হাসানের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। তবে পজেটিভ এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের। শনিবার (৭ নভেম্বর) রাতে সাকিব আল হাসান নিজেই তার করোনা নেগেটিভের তথ্য জানান।
মাহমুদুল্লাহ রিয়াদও নিজেই করোনা পজেটিভের তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার (৭ নভেম্বর) বিকেলে নিজ বাসভবনে সাকিব করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন।
কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হওয়ায় ৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য সাকিবের ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। আগামী ১০ নভেম্বর মাহমুদুল্লাহ রিয়াদের পিসিএলে খেলতে পাকিস্তান যাওয়ার কথা ছিল। করোনাভাইরাস পজেটিভ হওয়ায় এখন তাকে আইসোলেশনে থাকতে হবে।