Type to search

রাজনীতি

খালি হাতে ফিরলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে

দিল্লি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি হাতে দেশে ফিরলে সরকারের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

‘বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত’– ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

জয়নুল আবদিন ফারুক বলেন, এই সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নেই। তার প্রমাণ হয়েছে ৭ জানুয়ারির নির্বাচনে, চার ধাপে উপজেলা নির্বাচনে। এসব নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি। ভাইয়ে ভাইয়ে নির্বাচন দিয়ে সেই সরকারপ্রধান আজ (শুক্রবার) আবার দিল্লি যাচ্ছেন। তিনি কী নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে এলে কিন্তু জনগণ আপনাকে ক্ষমা করবে না। রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

কাউকে খুশি করার জন্য মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ করে দেশের অগণিত মানুষকে আজ পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে মন্তব্য করে ফারুক বলেন, পুরো সিলেটে বন্যায় লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এক ব্যক্তিকে খুশি করার জন্য এই সড়ক সিলেটের মানুষের জন্য উপহাস হয়ে পড়েছে।

জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সভাপতি মাইনুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে সমাবেশে মুসলিম লীগের সভাপতি শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »