Type to search

সারাদেশ

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ

জেলা প্রতিনিধিঃ দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে জিকির আসকার ইবাদত-বন্দেগি, পবিত্র হাদিস কোরআনের আলোকে অত্যন্ত তাৎপর্য ও গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে শনিবার ইজতেমার ২য় দিন অতিবাহিত হয়।

এদিকে শীতার্ত আবহাওয়া সত্ত্বেও ইজতেমা অভিমুখে অব্যাহত রয়েছে মুসল্লিদের আগমন। সমগ্র ইজতেমাস্থল ও চারদিক যেন এক পূর্ণ ভূমিতে পরিণত হয়েছে। শুধু সর্বত্র এ যেন ইবাদত-বন্দেগির পরিবেশ বিদ্যমান লক্ষ্যণীয়।

ইজতেমার ২য় দিন শনিবার গোটা টঙ্গী শহর ছাড়াও উত্তরা আবদুল্লাপুর কামারপাড়া এলাকা বিস্তৃত এক জনসমুদ্রে পরিণত হয়। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। লাখ লাখ মুসল্লির পদভারে মুখরিত শিল্পনগরী টঙ্গী এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে।

আজ রবিবার (১৫ জানুয়ারি) জোহরের নামাজের আগে বহু প্রত্যাশিত আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিদেশি নিবাসের পূর্বপার্শ্বে বিশেষভাবে স্থাপিত মঞ্চ থেকেই আখেরি মোনাজাত পরিচালনা করা হবে।

এবিসিবি/এমআই

Translate »