Type to search

সারাদেশ

চতুর্থ দফায় অবরোধ চলছে, মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে

জেলা প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দেশব্যাপী চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

আজ রোববার (১২ নভেম্বর) সকাল থেকে সড়ক, রেল ও নৌপথে চতুর্থ দফার প্রথম দিনের অবরোধ শুরু করে বিএনপিসহ সমমনা দলগুলো।
এ দিন সকাল থেকে রাজধানীতে তুলনামূলক কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
দূরপাল্লার বাসগুলোকে বাসস্ট্যান্ডে অবস্থান করতে দেখা গেছে। বেশিরভাগ দূরপাল্লার বাসে যাত্রী নেই। ট্রেন চলছে, তবে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে।
এর আগে গত ৯ নভেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এবিসিবি/এমআই
Translate »