জামায়াত নেতা খালেক মন্ডলসহ দুই জনের ফাঁসির আদেশ

জেলা প্রতিনিধিঃ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা এলাকায় হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডল এবং তার সহযোগী রোকনুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিচারপতি মো. শহিনুর ইসলমের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন।
জানা যায়, ২ আসামির মধ্যে আব্দুল খালেক মণ্ডল রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলার শুরু থেকেই পলাতক রোকনুজ্জামান। একাত্তরে খালেক মণ্ডল ছিলেন সাতক্ষীরায় রাজকার বাহিনীর সংগঠক, আর রোকনুজ্জামান ছিলেন ওই বাহিনীর সক্রিয় সদস্য।
২ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট ৬টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনেছিল প্রসিকিউশন। তার সবগুলোই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে ট্রাইব্যুনাল জানিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও মোখলেসুর রহমান বাদল। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম ও আব্দুস সুবহান তরফদার।
গত বছরের ১১ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল খালেক মণ্ডলসহ ২ জনের মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়।
২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় বৈঠকের সময় জামায়াত সাবেক আমির খালেক মণ্ডলকে আটক করে পুলিশ।
এবিসিবি/এমআই