Type to search

সারাদেশ

নওগাঁয় র‌্যাব হেফাজতে মৃত্যু: স্বজনদের হাইকোটের রুলে সন্তোষ প্রকাশ

জেলা প্রতিনিধিঃ র‌্যাবের হেফাজতে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বুধবার (৫ এপ্রিল) হাইকোট উচ্চক্ষমতাসম্পূর্ন্ন তদন্ত কমিটি গঠন ও ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের রুলসহ আদেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের মামা সাবেক পৌর কাউন্সিলার নজমুল হক মন্টু।

তবে প্রতিবেদন দাখিলের দীর্ঘ ২ মাস সময়ের কারণে তিনি শঙ্কা প্রকাশ করে জানান, এ সময়ের কারণে চলমান কার্যক্রম যেন স্থবির হয়ে না পড়ে এটাই আমরা আশা করছি।

নাজমুল হক মন্টু জানান, হাইকোটের এই রুল জারি করায় আজ আমরা পারিবারিকভাবে বসবো। যদি হাইকোটের গঠিত তদন্ত কমিটির তদন্তে সুলতানা জেসমিনের বিরুদ্ধে র‌্যাবের কাছে আর্থিক প্রতারণার অভিযোগকারী রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব এনামুল হককে সম্পৃক্ত করা না হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে আলাদাভাবে একটি মামলার চিন্তা করবো।

এ সময় মৃত্যু সুলতানা জেসমিনের ছেলে শাহেদ হোসেন সৈকত গণমাধ্যমে কোন কথা বলেননি।

২২ মার্চ ভূমি অফিসের কর্মী নওগাঁ শহরের জনকল্যাণপাড়া এলাকার বাসিন্দা সুলতানা জেসমিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন ২৩ মার্চ বিকালে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হক। তার পরদিন শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ৩ মারা যান। গ্রেপ্তারের পর র‌্যাব হেফাজতে জেসমিনকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

এবিসিবি/এমআই

Translate »