নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষে যুবদলকর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে শাওন হোসেন নামে যুবদলের এক কর্মীর মৃত্যু হয়েছে। তবে কার গুলিতে নিহত হয়েছে তিনি, তা জানা যায়নি। শাওন সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শাওন মারা যায়। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।