অন্যের ওপর দোষ চাপানো আওয়ামী লীগের আসল চরিত্র

নিজেরা ঘটনা ঘটিয়ে অন্যের ওপরে দোষ চাপানো আওয়ামী লীগের আসল চরিত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৩ এপ্রিল) ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব’ এর ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় নিউমার্কেট এলাকায় সংঘর্ষের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘নিউমার্কেটের ঘটনায় তিনজনকে আইডেনটিফাই করা গেছে, যারা হেলমেটধারী সন্ত্রাসী, তারা তিনজনই ছাত্রলীগের কর্মী। অথচ গ্রেপ্তার করা হয়েছে বিএনপি নেতা মকবুল হোসেনকে। নিজেরা ঘটনা ঘটিয়ে অন্যের ওপরে দোষ চাপানো আওয়ামী লীগের আসল চরিত্র।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আপনারা দেখেছেন যে, নিউমার্কেটের ঘটনায় নাহিদ ছেলেটা সংঘর্ষে প্রাণ দিয়েছে, সে একজন কুরিয়ার সার্ভিস কর্মী। সে ওই পথ দিয়ে যাচ্ছিল। তাকে পিটিয়ে, কুপিয়ে হত্যা করেছে হেলমেটধারী সন্ত্রাসীরা। সাংবাদিকরা ইনভেস্টিগেশন করে দেখেছেন যে, তিনজনকে আইডেনটিফাই করা গেছে যারা হেলমেটধারী সন্ত্রাসী, তারা তিনজনই ছাত্রলীগের কর্মী। অথচ গ্রেপ্তার হয়েছে বিএনপি নেতা মকবুল হোসেনকে। তিনি শুধু গ্রেপ্তার হননি, আরও ২৪ জনের নাম দিয়ে মামলা হয়েছে। তারা সবাই বিএনপির নেতা, ছাত্রদলের নেতাকর্মী। এটাই হচ্ছে আওয়ামী লীগের আসল চরিত্র। খুন করবে তারা, আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দেবে তারা। আবার সেই বাড়ির সামনে গিয়ে সেই অসুস্থ বিধবার সামনে ত্রাণ নিয়ে হাজির হবে।’
দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘করোনার সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তারা ২৩ হাজার কোটি টাকা লুটপাট করেছে। পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে তারা ভেঙে দিয়েছে।’
ড্যাবের সভাপতি অধ্যাপক হারুনুর রশীদের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম ও দপ্তর সম্পাদক ডা. ফখরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, একেএম আজিজুল হক, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।-ইত্তেফাক
এবিসিবি/এমআই