Type to search

Lead Story আন্তর্জাতিক

আমাদের ধ্বংস ও নির্মূল করছে রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ‘রাশিয়ার কাছে পরাধীন হতে চায় না ইউক্রেন। এর ফলে আমরা তাদের হাতে ধ্বংস ও নির্মূল হচ্ছি।’ রবিবার (৩ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

একজন অনুবাদকের সাহায্যে জেলেনস্কি সিবিএস নিউজকে ইউক্রেনে রাশিয়ান আক্রমণকে ‘পুরো জাতির নির্যাতনের সঙ্গে জড়িত বলে উল্লেখ করেছেন’।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ যুদ্ধাপরাধ কিনা এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘এটা প্রকৃত পক্ষেই যুদ্ধাপরাধ, পুরো জাতি ও জনগণকে নির্মূল। আমরা ইউক্রেনের নাগরিক। আমাদের ১০০ এর বেশি জাতি রয়েছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা ইউক্রেনের নাগরিক এবং আমরা রাশিয়ান ফেডারেশনের নীতির বশীভূত হতে চাই না। এ কারণেই আমাদের ধ্বংস করা হচ্ছে নির্মূল করা হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ রবিবার পর্যন্ত টানা ৩৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

এবিসিবি/এমআই

Translate »