Type to search

Lead Story আন্তর্জাতিক

আরও ৪০ মন্ত্রীর পদত্যাগ, চাপে প্রেসিডেন্ট বরিস

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদের ইস্তফা দেওয়ার পর দেশটির আরও ৬ মন্ত্রী পদত্যাগ করেছেন। এতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর চাপ বেড়েই চললো।

নতুন করে পদত্যাগ করা মন্ত্রীর মধ্যে রয়েছেন, কেমি বাদেনোচ, নেইল ও’ব্রেইন, অ্যালেক্স বারঘার্ট, লি রাওলি,  জুলিয়া লোপেজ । এরা একসঙ্গে পদত্যাগ করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জুলিয়া ছিলেন সংস্কৃতিমন্ত্রী, লি রাওলি বাণিজ্যমন্ত্রী, অ্যালেক্স বারঘার্ট শিক্ষামন্ত্রী, ও’ব্রায়েন ‘লেভেলিং’ মন্ত্রী  এবং নেইল ও’ব্রেইন ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী।

দেশটিতে সর্বশেষ পদত্যাগ করা মন্ত্রী হচ্ছেন মিমস ডেভিস। তিনি দেশটির কর্ম ও পেনশন বিভাগের কর্মসংস্থান মন্ত্রী ছিলেন।

খবরে বলা হয়েছে, ঋষি ও সাজিদ দুজনেই বরিস জনসন মন্ত্রিসভার অন্যতম প্রবীণ মন্ত্রী ছিলেন। দুই জনের হাতে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল। কিন্তু তারা আর প্রধানমন্ত্রী জনসনের নেতৃত্বের ওপর আস্থা রাখতে পারলেন না। প্রথমে ইস্তফার সিদ্ধান্ত ঘোষণা করেন সাজিদ জাভেদ এবং তার পরপরই ঋষি সুনক।

এর পরই গতকাল ৬ জন ও আজ ৩৪ জন মোট ৪০ জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। তবে এতকিছুর পরেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন বরিস জনসন।

এবিসিবি/এমআই

Translate »