আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে গুলি চালিয়েছে পুলিশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে আমাদের নেতা-কর্মীকে গুলি চালিয়েছে পুলিশ। এতে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাধারণ শ্রমিক।’
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের অফিসে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘১০ ডিসেম্বর আমরা গণসমাবেশ করব। অবশ্যই সেখানে যেতে চাই। নয়াপল্টনের সামনে সমাবেশ করতে চাই। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সমস্যাগুলো অনেক। স্থাপনা অনেক। চারদিকে দেয়াল ঘেরা। পুরোপুরি চক্রান্ত আছে।’
এবিসিবি/এমআই