Type to search

Lead Story আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয়ী হওয়া সম্ভব নয়: জাতিসংঘ

জাতিসংঘ-abcb news

 

প্রায় ১ মাস ধরে ইউক্রেনে আগ্রাসন পরিচালনা করছে রাশিয়া। রুশ বাহিনীর সর্বাত্মক হামলায় ইউক্রেনের বিবর্ণ চেহারা সামনে এলেও মস্কোও যেন খুব সুবিধাজনক অবস্থানে নেই। এমনকি সামরিক অভিযান চালাতে গিয়ে বহু সংখ্যক সেনা নিহত হওয়ার তথ্যও সামনে আসছে।

এমন পরিস্থিতিতে ভ্লাদিমির পুতিনের উদ্দেশে ‘কঠোর বার্তা’ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। ইউক্রেনে চলমান যুদ্ধকে ‘অজেয়’ বলে উল্লেখ করেছেন তিনি। আজ বুধবার (২৩ মার্চ) জাতিসংঘের এক বিবৃতির বরাতে এসব তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

মঙ্গলবার (২২ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মস্কোর উদ্দেশে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস জানান, ‘এই যুদ্ধ জয় করা সম্ভব নয়। শিগগিরই হোক বা পরে, যুদ্ধক্ষেত্র থেকে শান্তির টেবিলে যেতেই হবে। এটি অবশ্যম্ভাবী। এখন একটিই প্রশ্ন আছে, আর তা হলো- (শান্তির টেবিলে যাওয়ার আগে) আর কত প্রাণ হারাতে হবে?’

এবিসিবি/এমআই

Translate »