Type to search

Lead Story জাতীয়

চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য সাড়ে ১০ কোটি টাকা অর্থ বরাদ্দ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস (কোভিড-১৯) আরো বিস্তার প্রতিরোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দুস্থ, দরিদ্র, অসচ্ছল ও ভাসমান মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে ১০ দশমিক ৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল জানান, ‘প্রধানমন্ত্রী সকল জেলা প্রশাসকের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই সহায়তা বরাদ্দ করেছেন।’

তিনি আরও জানান, এই আর্থিক সহায়তা জেলাগুলোর জনসংখ্যা এবং ত্রাণের চাহিদার ভিত্তিতে বরাদ্দ করা হয়েছে। তিনি স্থানীয় তালিকা অনুসারে তৃণমূলের অভাবগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হবে, যোগ করেন।
Translate »