নরসিংদীতে পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত এবং দুই জন আহত হয়েছে।
আজ শুক্রবার (২৫ মার্চ) সকাল ৮টায় মদনগঞ্জ-নরসিংদী-রায়পুরা সড়কের আমিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার বাহেরচর এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২), ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫) ও আবদুল্লাহপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮)। নিহত অপর ১ জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রায়পুরার চরসুবুদ্ধি বাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদী আসার পথে আমিরগঞ্জ এলাকায় সজল ভূঁইয়া ফিলিংস্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ৪জন মারা যায় এবং ২জন আহত হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পিকআপ-অটোরিকশা সংঘর্ষে ৪ জন মারা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এবিসিবি/এমআই