Type to search

Lead Story আন্তর্জাতিক

ভারতে করোনায় একদিনে আক্রান্ত ৩ লাখ, মৃত্যু ২১০৪

ভারতে একের পর এক রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী পাওয়া গেছে তিন লাখ ১৪ হাজার ৮ঙযয৩৫ জন। একইসময়ে মারা গেছেন দুই হাজার ১০৪ জন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্ত ছাড়ালো এক কোটি ৫৯ লাখ। এর আগে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা গেছে, ১৮ এপ্রিল থেকে দেশটিতে প্রতি ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৯৫ জন। আর একই সময়ে মৃত্যু হয়েছে ৬২ জনের।

সোমবার (১৯ এপ্রিল) সেই সংখ্যাটা বেড়ে ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু হয়েছে যথাক্রমে ১১ হাজার ৪০৮ এবং ৬৭। মঙ্গলবার (২০ এপ্রিল) সংক্রমণ সামান্য কমলেও (ঘণ্টায় ১০ হাজার ৭৯৮) ঘণ্টাপ্রতি মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে।

Translate »