মেয়ে শিক্ষার ওপর নিষেধাজ্ঞা পুরো আফগানিস্তানের ক্ষতি করছে

আফগানিস্তানে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করার ব্যাপারে তালেবানের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এটি সমান অধিকারের একটি অযৌক্তিক লঙ্ঘন এবং এটি সমগ্র দেশের ক্ষতি করবে।
গুতেরেস বলেন, আফগানিস্তানে ৬ষ্ঠ শ্রেণীর ওপরে মেয়েদের শিক্ষাব্যবস্থা যে স্থগিত রয়েছে তা নিয়ে আমি গভীরভাবে দুঃখিত। তিনি এটি সমঅধিকারের একটি অযৌক্তিক লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
এর আগে, তালেবান সরকার এক ডিক্রি জারি করে যেখানে দেশটিতে ষষ্ঠ শ্রেণির ওপরের মেয়ে শিক্ষার্থীদের ক্লাসে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।-বাসস
এবিসিবি/এমআই