Type to search

Lead Story আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে যাবে না ইসরায়েল, ব্যর্থ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান নিয়ে শুক্রবার (৩ অক্টোবর) ইসরায়েলে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। কিন্তু দেশটিতে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সব জিম্মি মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো চুক্তি করা যাবে না।’ গত শুক্রবার (৩ নভেম্বর) তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাক্ষাতে করেন। বৈঠকে গাজায় সহায়তা পাঠানোর জন্য অ্যান্টনি ব্লিঙ্কেনের হামলা বন্ধের আহ্বানের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন নেতানিয়াহু।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম গেব্রেসুসস বলেন, গাজা শহরের বৃহত্তম হাসপাতাল আল-শিফার বাইরে বিস্ফোরণের ঘটনায় তিনি পুরোপুরি হতবাক হয়ে গেছেন।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওই হামলায় নিহত হয়েছে অন্তত ১৩ জন। দক্ষিণ গাজার আল-শিফা থেকে আহতদের রাফাহর দিকে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স বহরকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি করছে, তারা অ্যাম্বুলেন্সে হামলা করেছে কারণ সেটি হামাস যোদ্ধারা ব্যবহার করছিল।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওইদিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অধিকাংশই শিশু ও নারী।

এবিসিবি/এমআই

Translate »