Type to search

Lead Story আন্তর্জাতিক

পাকিস্তানে ভারতের হামলার পর কোন দেশের কতটুকু ক্ষয়ক্ষতি হলো

ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সংঘটিত সশস্ত্র হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিক্রিয়ায় গত মধ্যরাতে পাকিস্তানে ‘অপারেশন সিন্দুর’ নামে বিমান হামলা চালায়।

এই অভিযানে ভারত পাকিস্তানের নয়টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। পাকিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ঘোষণা দিয়েছে। এরপর থেকে সীমান্ত এলাকায় উভয় পক্ষের গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে।

ভারতের হামলায় পাকিস্তানের ক্ষয়ক্ষতি

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৬ জন পাকিস্তানি নিহত হয়েছেন এবং এছাড়া ৪৬ জন আহত হয়েছেন।

7777পাকিস্তানে ভারতের হামলার পরের দৃশ্য। ছবি: সংগৃহীত

ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তান-শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদ, কোটলি এবং পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরসহ অন্তত ছয়টি স্থানে হামলা হয়েছে। এতে বেসামরিক অবকাঠামো, যেমন বাড়িঘর ও ধর্মীয় স্থাপনার ক্ষতি হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, মুজাফফরাবাদে মসজিদে বিলালে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এক কিশোরী ও এক কিশোর আহত হয়েছেন। কোটলির মসজিদ আব্বাসে একটি ১৬ বছর বয়সি মেয়ে ও একটি ১৮ বছর বয়সি ছেলে নিহত হয়েছে। পাশাপাশি এক মা ও তার শিশুসন্তান আহত হয়েছেন।

এছাড়া মুরিদকের মসজিদে উম্মুল কুরায় হামলায় ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন। শিয়ালকোটের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শাকরগড়ের হামলায় একটি ডিসপেনসারি/ফার্মেসি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের ক্ষয়ক্ষতি

বিবিসির প্রতিবেদন অনুসারে, নয়াদিল্লি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের পাশে পাকিস্তানি গোলাগুলিতে ১০ জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া ইসলামাবাদ দাবি করেছে, ভারতের হামলার সময় তারা পাঁচটি যুদ্ধবিমান (তিনটি উন্নত রাফায়েল জেটসহ), একটি হেলিকপ্টার এবং চারটি নজরদারি ড্রোন ধ্বংস করেছে।

এছাড়া, কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে পাকিস্তানি সূত্র দাবি করেছে। তবে ভারত আনুষ্ঠানিকভাবে ক্ষতির কথা অস্বীকার করেছে।

সই সঙ্গে ভারত-শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

-বিবিসি

Translate »