মালদ্বীপের পর্যটনে ভারতীয়দের বয়কটের ধাক্কা

ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বয়কট মালদ্বীপ হেশট্যাগ দিয়ে ক্ষোভ জানান ভারতীয়রা। শুধু তাই নয়, দ্বীপ রাষ্ট্রটির বিভিন্ন হোটেলে যেসব পর্যটক বুকিং দিয়েছিলেন, তারাও সেসব বাতিল করেছেন। মালদ্বীপের পর্যটন আয়ের বড় অংশ আসে ভারত থেকে। এমন প্রেক্ষাপটে সম্পর্ক টিকিয়ে রাখতে তড়িঘড়ি করে তিন মন্ত্রীকে বরখাস্ত করে মালে। কিন্তু তাতেও বরফ গলেনি। ক্ষমা না চাওয়া পর্যন্ত মালদ্বীপের সঙ্গে কোনো ধরনের ব্যবসা না করার ঘোষণা দিয়েছেন ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতারা। খবর সিএনএনের।
অনলাইনে বয়কট ও প্রতিক্রিয়ার মুখে অভিযুক্ত মন্ত্রীদের বরখাস্ত করে মালে। বিশ্লেষকরা বলছেন, এই বরখাস্তই প্রমাণ করে, মালদ্বীপ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে কতটা চায়।
সম্প্রতি কেরালা উপকূলের লাক্ষাদ্বীপে সফরের ছবি প্রকাশ করেন মোদি। এর পর ওই ছবিতে বিতর্কিত মন্তব্য করেন মালদ্বীপের তিন মন্ত্রী। তারা পোস্টের জবাবে মোদিকে ‘ক্লাউন’, ‘সন্ত্রাসী’ এবং ‘ইসরায়েলের পুতুল’ বলে অভিহিত করেন। তবে সরকারি দলের ওই নেতাদের বক্তব্য মালদ্বীপ সরকারের নয় বলে জানিয়েছে দেশটি।
মালদ্বীপ পর্যটনের ওপর অনেকটাই নির্ভর করে। আর সেই আয়ের একটি বড় অংশ আসে ভারত থেকে। মালদ্বীপের পর্যটন ওয়েবসাইটের তথ্যানুসারে, ভারতীয় পর্যটকরা ২০২৩ সালে মালদ্বীপে ২ লাখ ৯ হাজার জন ভ্রমণ করেছেন, যা দেশটির মোট পর্যটন বাজারের ১১ শতাংশ। এর পরের অবস্থানে খুব কাছাকাছি রয়েছে রাশিয়া। তবে চীনের পর্যটক ছিল ১ লাখ ৮৭ হাজার ১১৮ জন, বা মোটের ১০ শতাংশ।
এবিসিবি/এমআই