Type to search

আন্তর্জাতিক

যুদ্ধ হলে পাকিস্তানের সঙ্গে আছে ভারতের পাঞ্জাবিরা: খালিস্তানপন্থী নেতা পান্নুন

কাশ্মীরে সশস্ত্র হামলার আবহে পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের। এর মধ্যেই ভারতকে হুমকি দিলেন খালিস্তানপন্থী ‘শিখস ফর জাস্টিস’-এর নেতা গুরপতবন্ত সিং পান্নুন। তিনি বলছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানকে সমর্থন করবে ‘ভারতীয় পঞ্জাব’ অঞ্চলের বাসিন্দারা।

ভিডিও বার্তায় পান্নুন বলেন, যুদ্ধের ক্ষেত্রে সীমান্তের ভারতীয় দিকের পাঞ্জাবিরা পাকিস্তানি সেনাবাহিনীকে লঙ্গর পরিবেশন করবে (বিনামূল্যে খাবার-আতিথেয়তা দেবে)। আমরা ভারতীয় সেনাদের পাঞ্জাবের উপর দিয়ে পাকিস্তানে আক্রমণ চালাতে দেব না।

নরেন্দ্র মোদির প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, তাহলে সেটাই হবে ভারত ও মোদির মধ্যে শেষ যুদ্ধ। পঞ্জাবকে ভারতের দখলদারিত্ব থেকে মুক্ত করা হবে।

ভারতের সেনাবাহিনীতে কর্মরত পাঞ্জাবিদের উদ্দেশে পান্নুন বলেন, এখন নরেন্দ্র মোদির উগ্রপন্থী যুদ্ধকে না বলার সময়। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করো না। পাকিস্তান তোমাদের শত্রু নয়। পাকিস্তান শিখ জনগণের এবং খালিস্তানের জন্য বন্ধুত্বপূর্ণ দেশ হবে এবং থাকবে। একবার আমরা পাঞ্জাবকে স্বাধীন করলে, পাকিস্তান আমাদের প্রতিবেশী হবে।

তিনি আরও বলেন, এটা ১৯৬৫ বা ১৯৭১ সাল নয়। ২০২৫ সাল। আমি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে, আমরা পাথরের মতো পাকিস্তানের পাশে দাঁড়িয়েছি। কোনো ভারতীয় সেনা পঞ্জাব পেরিয়ে পাকিস্তানকে আক্রমণ করার সাহস দেখাবে না।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Translate »