রাফালের নির্মাতা সংস্থা দাসোর শেয়ারে ধস

ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান রয়েছে। এ অবস্থায় রাফাল যুদ্ধবিমানের নির্মাতা সংস্থা দাসোর শেয়ারে পতন হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারদর ৩ শতাংশেরও বেশি কমে গেছে।
সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল বলছে, আকাশযুদ্ধে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে পাকিস্তানের দাবির পর এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরাসি এ জায়ান্ট কোম্পানির শেয়ারদর ৩৭৩.৮ মার্কিন ডলার থেকে ৩৬২.০৫ মার্কিন ডলারে নেমে আসে।
মঙ্গলবার রাতে এসব বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে এ নিয়ে ভারত কোনো মন্তব্য করেনি।
-টিআরটি গ্লোবাল