আইসিসির ভিডিওতে গান গাইলেন বাংলাদেশের জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক। প্রথমবারের মত বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি গান গাইতে পারেন, নাচ পারেন এমনকি অভিনয়েও পারদর্শী। আইসিসির ফেসবুক পেজে ভিডিও বার্তায় নিজের এমন প্রতিভার কথাই জানান দিলেন নারী দলের অধিনায়ক।
ভিডিওর শুরুতেই সুরেলা কন্ঠে জ্যোতি গান গাইলেন, ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা….’ এরপর নিজের নামের রহস্য জানাতে গিয়ে জানালেন, ‘জ্যোতি নাম রেখেছে তার দাদী, যেন জ্যোতি দিয়েই বিশ্বজয় করতে পারেন তিনি।’
জ্যোতি মনে করেন, তার বয়স যখন দুই বছর, তখন থেকেই তার ক্রিকেটের হাতখড়ি। ২০১১ সালে তিনি যখন পেশাদার ক্রিকেট শুরু করে, তখন বাংলাদেশ খেলতো কোয়ালিফায়ারে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। আগামীকাল বাংলাদেশের মিশন ওয়েস্ট ইন্ডিজের। বড় ম্যাচের আগে একটুও ভীত নন বাংলাদেশ অধিয়ানায়ক নিগার সুলতানা।
এবিসিবি/এমআই