Type to search

খেলাধুলা

ক্রিকেটার সালমানের চিকিৎসা করাবে বিসিবি

প্রথম শ্রেণীর ক্রিকেটার সালমান হোসেন তিন মাসে আগে অনুশীলন করার সময় হাঁটুতে চোট পান। চোটের কারণে পারটেক্সের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা হয়নি তার। কনজারভেটিভ চিকিৎসা নিয়ে খেলায় ফেরার চেষ্টা করছিলেন। রিহ্যাবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিসিবির ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরীর সরণাপন্ন হলে ডান হাঁটুর লিগামেন্ট ছেড়ার বিষয়টি জানতে পান সাতক্ষীরার এই পেসার।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ২৭ বছর বয়সী সালমানের হাঁটুর চিকিৎসা বোর্ড করাবে। ভারত বা থাইল্যান্ডে হতে পারে সালমানের হাঁটুর অস্ত্রোপচার।

বিসিবির প্রধান ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী বলেন, ছেলেটিকে আমি প্রথম দেখি দেড় মাস আগে। গতকাল (বৃহস্পতিবার) আবার এসেছিল। পুনরায় পর্যবেক্ষণ করার পর অস্ত্রোপচার করাতে বলেছি। পেস বোলার হওয়ায় অস্ত্রোপচার লাগবে। ব্যাটার হলে হয়তো অস্ত্রোপচার না করে খেলতে পারত। এখন কোথায় চিকিৎসা হবে তা জানি না। কাল অফিসে গেলে জানতে পারব– বিদেশে অস্ত্রোপচার হলে কোন দেশে করাব।

সালমান হোসেন পাঁচটি প্রথম শ্রেণীর ও তিনটি লিস্ট–এ ম্যাচ খেলেছেন। তিনি চান ভারতে দিন শ পাদিওয়ালের কাছে হাঁটুর অস্ত্রোপচার করাতে। সালমান বলেন, ভারতে দিন শ’র কাছে খালেদ আহমেদ ভাই অপারেশন করিয়েছেন। মো. মিঠুন ভাইও বলেছেন দিন শ’র কাছে যেতে। তিনি বিসিসিআই’র সঙ্গে সম্পৃক্ত।

সালমানের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কিভাবে বিসিবি সভাপতিকে রাজি করিয়েছেন। জবাবে ডান হাতি এই পেসার বলেন, সভাপতি স্যার (ফারুক আহমেদ) খুব ভালো মানুষ। দেবাশীষ স্যারের কাছ থেকে অস্ত্রোপচারের প্রেসক্রিপশন নিয়ে সভাপতি স্যারের কাছে গেলে তিনি মাথায় হাত বুলিয়ে বলেছেন, ‘তোমার চিকিৎসা হবে। চিন্তা করো না।’

-ইত্তেফাক

Translate »