টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে টানা চতুর্থ বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মো. সালাউদ্দিন।
আজ শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
কাজী সালাউদ্দিন নির্বাচিত হয়েছেন ৯৪ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় ৪০ ভোট পেয়েছেন। সভাপতি পদের তৃতীয় প্রার্থী সফিকুল ইসলাম মানিক ১টি ভোট পেয়েছেন।
নতুন মেয়াদে বাফুফের সহ-সভাপতি পদে সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী নির্বাচিত হয়েছেন। তিনিও টানা ৪র্থ বারের মতো সহ-সভাপতি হলেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুর দুইটায় ঢাকার একটি ৫ তারকা হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হয় বাফুফের এই নির্বাচন। ভোট চলে বিকাল ৫টা পর্যন্ত।
বাফুফে’র এই নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ১৩৫টি ভোট পড়েছে। উপস্থিত ছিলেন না ২ জন কাউন্সিলর, ভোট দেননি আরও ২জন।