শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আজ

গেল কয়েক দিন দিল্লির বাতাস বেশ ভারী ছিল, মুখ গোমড়া করে ছিল আকাশ। গতকাল সেখানে সকাল থেকেই সূর্যের হাসি। বাতাসে নেই ধোঁয়াটে সেই গন্ধ। ছুটির দিনে এমন সকাল পাওয়া দিল্লির জন্য সৌভাগ্যই বটে। মাথা থেকে দূষণের সেই দুশ্চিন্তা কাটিয়ে এদিন সাকিবরাও মাঠে এসেছিলেন মাস্ক হালকা করেই। ভাগ্যের সন্ধানে তারা এখন ‘দিল্লির দরবারে’। যেখানে হারানোর আর কিছু নেই, তলিয়ে যাওয়ার তলও নেই। সেই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে যদি বধ করা যায়, তাহলে সেটা দিল্লি জয়ের মতোই সাহস জোগাবে সাকিবদের। তাতে অন্তত ১০ দলের মধ্যে আটে থাকার কিঞ্চিৎ সম্ভাবনাও থাকবে।
কিন্তু লঙ্কানদের কি বাগে আনা যাবে? এটা ঠিক, মাত্রই ভারতের কাছে ৩০২ রানে হারের ক্ষত তাদের দগদগ করছে। এটাও সত্য, সাত ম্যাচে মাত্র দুটিতে জিতেছে তারা। সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, দুই ম্যাচে তারা তিন শতাধিক রান করেছে। আড়াইশর কাছাকাছি বেশ কিছু ম্যাচ রয়েছে তাদের। ১৮ উইকেট শিকার করে বিশ্বকাপে দ্বিতীয় সেরা বোলারের তালিকায় লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার নাম। তাদের ব্যাটার সাদেরা সামারাবিক্রমা ৩৩১ রান করেছেন। তুলনা করতে গিয়ে বাংলাদেশ দলের কাউকে এ তালিকার ধারেকাছে পাওয়া যাবে না। বাংলাদেশের সেরা স্কোর ভারতের সঙ্গে ২৫৬ রান। অবশ্য এসব পরিসংখ্যান কিংবা তথ্য দিয়ে সব সময় ম্যাচের পূর্বাভাস মেলে না। এই মুহূর্তে লঙ্কানরাও ভালো অবস্থায় নেই। মুম্বাইয়ে ভারতের কাছে ওই লজ্জার হারের পর কলম্বো থেকে জরুরি বার্তা পাঠানো হয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে। নির্বাচক, অধিনায়ক, কোচিং স্টাফ– সবার কাছে কারণ দর্শানোর নোটিশ মেইল করা হয়েছে।
এই মুহূর্তে তাই আহত লঙ্কান সিংহ। দিল্লির এই মাঠে তারা বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছে। তবে মিশ্র সেই অভিজ্ঞতা। সেই তুলনায় বরং এই মাঠে দুদিনের অনুশীলনে নিজেদের কিছুটা মানিয়ে নিয়েছেন সাকিবরা। প্রেস বক্সে বসে পিচের খবর জানা যায়নি। তবে চন্ডিকা হাথুরুসিংহে ক্যামেরার সামনে এসে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করলেন, তাতে ধরে নেওয়া যায় বাইশ গজে আশা হওয়ার মতোই কিছু দেখেছেন তিনি। স্থানীয় সাংবাদিকদের দেওয়া তথ্য হলো, আগে এই মাঠে সেভাবে রান উঠত না। তবে আইপিএলে গত দু-তিন মৌসুমে রান হচ্ছে বেশ। আজও এখানে তিনশর কাছাকাছি রান হবে বলে বিশ্বাস করছেন মাঠে থাকা কর্মীরা। সেটা আঁচ করতে পেরেই লঙ্কান দল দিল্লিতে পা রেখেই ম্যাচটি অন্য শহরে স্থানান্তর করার জন্য অনুরোধ জানায় আইসিসির কাছে। যদিও তাদের অভিযোগ ছিল দিল্লির বায়ুদূষণের মধ্যে ম্যাচটি খেলতে চান না ক্রিকেটাররা। ম্যাচটি লক্ষ্ণৌতে সরিয়ে দেওয়ার আবেদন করেছিল তারা। যদিও সে আবেদন বাতিল করে দেয় আইসিসি।
ভারতীয় পেসারদের সামনে লঙ্কানদের হাল দেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে আজকের ম্যাচে পেস দিয়ে নয় বরং স্পিনেই নাকি ঘায়েল করার কৌশল এঁটেছেন হাথুরু। সেটি সত্যি হলে, একাদশে তিন পেসারের পরিবর্তে দু’জনকে দেখা যেতে পারে। আর একাদশে নাসুম আহমেদের অন্তর্ভুক্ত হতে দেখা যেতে পারে। এদিন নেটে ব্যাটিং করতে গিয়ে আঙুলে চোট পান মুশফিক। শুরুতে গুরুতর মনে হলেও সন্ধ্যা নাগাদ টিম হোটেল থেকে জানা যায়, পুরোপুরি ফিট আছেন তিনি। আজকের ম্যাচে তৈরি তাঁর প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার মুখোমুখি হতে। বিশ্বকাপে এটাই হয়তো তাঁর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ, স্মরণীয় করে রাখার চেষ্টা নিশ্চয়ই করবেন তিনি।
এবিসিবি/এমআই