হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে বাংলাদেশ

অনিশ্চয়তার খেলা ক্রিকেট। সিরিজ শুরুর আগে বাংলাদেশের সম্ভাবনা ছিল ৩-০তে জিতবে তারা। বাংলাদেশের জন্য যেটি ছিল সম্ভাবনা, সেটিই এখন রূপ নিয়েছে চরম শঙ্কায়।
হোয়াইটওয়াশ করা নয়, বরং ২১ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়ার মুখে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে টাইগাররা।
ইতোমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য কাজটা কঠিন। তবে অসম্ভব কিছু নয় অবশ্যই। এই সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। তাই পুরোনো সুখস্মৃতি থেকে আত্মবিশ্বাসী হতে পারে বাংলাদেশ।