Type to search

বাংলাদেশ

করোনায় আক্রান্ত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তার নুমনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

তিনি জানান, প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তার বিশেষ কোনো শারীরিক সমস্যা নেই।

খালিদ মাহমুদ চৌধুরী নবম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ সংসদ নির্বাচনেও জয়ী হন তিনি। একাদশ সংসদ নির্বাচনের পর নৌ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

Translate »