Type to search

অপরাধ

কক্সবাজারের উখিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আজ রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এছাড়া তিন জন প্রতিপক্ষ গ্রুপের হাতে অপহরণের শিকার হয়েছে বলে বিশেষ সূত্র জানিয়েছে।

কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নেতা নুর বশর বলেন, দীর্ঘদিন ধরে রেজিস্টার্ড ও আনরেজিস্টার্ড ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে অপহরণ, চাঁদাবাজি আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গত বুধবার থেকে দফায় দফায় গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। সর্বশেষ আজ রোববার লম্বাশিয়া মাস্টার মুন্না এবং হাফেজ জাবের ও সাইফু্র রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুন্না গ্রুপের ৫ জন আহত এবং ৩ জন অপহরণ হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পাওয়া যায়নি৷ ওই রোহিঙ্গা নেতা আরো জানান, আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার (২৯ আগস্ট) সংঘর্ষের ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছে। এ সময় দায়ের কোপে গুরুতর আহত ২ নারীকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গুলিবিদ্ধ নুরকে প্রথমে কক্সবাজার পরে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করেছে। তিনি কুতুপালং টু-ইস্ট ক্যাম্পের আহমদ হোসেনের ছেলে। তার অবস্থা আশংকাজনক বলে সূত্র জানা যায়।

কুতুপালং ক্যাম্প ইনচার্জ মো. খলিলুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে ছুটিতে রয়েছেন বলে তিনি ফোন কেটে দেন।

Translate »