Type to search

অপরাধ

খাগড়াছড়ির মাটিরাঙায় মাদকের টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙায় মাদকের টাকার জন্য মাকে পিটিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মাটিরাঙা উপজেলার বেলছড়ি দেব মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত্যু ব্যক্তির নাম কুলসুম বেগম (৯০)।

এ ঘটনায় গ্রেপ্তার ছেলের নাম মো. মিজানুর রহমান ওরফে কালার বাপ (৪০)। মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহ নুর আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, বিকেলে বাড়িতে এসে ১ হাজার টাকা চায় মিজানুর রহমান। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক সেবন করায় মা-বাবা তাকে টাকা দিতে অস্বীকার করেন। এ সময় টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে সে মাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ও কিলঘুসি মারে। একপর্যায়ে স্ত্রীকে রক্ষা করতে এলে বাবাকেও মারধর করে মাদকসেবী ছেলে মিজানুর। সদর হাসপাতালে নেওয়ার পথে মা কুলসুম বেগম মৃত্যুবরণ করেন।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহ নুর আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য আজ সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

Translate »