Type to search

অপরাধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিক্ষকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাকাই ইউনিয়নের পূর্ব পোগইল গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় আজ শনিবার (৭ নভেম্বর) নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত শিক্ষকের নাম নূর আলম মণ্ডল (৩৬) ও একই উপজেলার রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এলাকার শামীম মণ্ডলের ছেলে।

মামলায় উল্লেখ, শিক্ষক নুর আলম শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পাশের বাড়ির ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই শিক্ষক পালিয়ে যান।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগামীকাল সকালে মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হবে। এছাড়াও অভিযুক্ত শিক্ষক নুর আলমকে তৎপরতা চালানো হচ্ছে।

Translate »