Type to search

অপরাধ

ঢাকার ধামরাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

জেলা প্রতিনিধিঃ  ঢাকার ধামরাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামুন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে দুপুরে তাকে সাতদিনের রিমান্ডে চেয়ে পুলিশ আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, ধামরাইয়ের চন্দ্রাইল এলাকার মীর হোসেনের ছেলে মামুন একই এলাকার এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেন। পরে ওই স্কুলছাত্রী মামুন হোসেনকে বিয়ের জন্য চাপ দিলে অস্বীকৃতি জানান তিনি। এ ঘটনায় শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে ওই স্কুলছাত্রী ধামরাই থানায় উপস্থিত হয়ে মামুন হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Translate »