Type to search

অপরাধ

নারায়ণগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে নাতনীসহ ২ শিশুকে ধর্ষণ

জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে এক বৃদ্ধের বিরুদ্ধে আপন নাতনীসহ ৮বছর বয়সী ২ শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার এ ঘটনায় অভিযুক্ত কামাল হোসেনকে(৬৫) বুধবার সকালে  আটক করেছে পুলিশ।

আটক কামাল জালকুড়ি পশ্চিমপাড়া হাইস্কুল সংলগ্ন প্রয়াত কমর আলীর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, চকলেট খাওয়ানোর কথা বলে নিজের নাতনী ও পার্শ্ববর্তী বাড়ির আরেক শিশুকে গত মঙ্গলবার বৃদ্ধ কামাল তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশু ২টি কান্নাকাটি করলে ঘটনা ফাঁস হয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই কাজল মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কামাল আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শরীফ নিশ্চিত করে জানিয়েছেন।

Translate »