মাদকাসক্ত ১০ পুলিশ সদস্য চাকরি হারালেন
ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় চাকরিচ্যুত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের ১০ সদস্যকে।
রবিবার (২২ নভেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন।
তিনি বলেন, মাদকাসক্ত ৬৮ পুলিশ সদস্যদের মধ্যে বিভাগীয় মামলা করা হয় ৪৩ জনের বিরুদ্ধে। আর সাময়িক বরখাস্ত করা হয় ১৮ জনকে। মামলা নিষ্পত্তি শেষে ১০ জনকে চাকরিচ্যুত করা হয়।
গত বছর ডিএমপি কমিশনারের দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন মোহা. শফিকুল ইসলাম। সে অনুসারে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট শুরু হয়।