গরিব ও অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
বাংলার জনগণ যাতে উন্নত জীবন পায় সেটাই তার সরকারের লক্ষ্য। সরকার জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রবিবার (২ আগস্ট) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত এতিম ও অনাথদের মাঝে ঈদ উপহার, স্বেচ্ছায় প্লাজমা-রক্তদান কর্মসূচি, মৌসুমী ফল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে শোকের মাস আগস্ট উপলক্ষে দল ও সহযোগী-সংগঠনের মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে সরকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকার গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে।
করোনাভাইরাস সংকট মোকাবিলায় দল ও সহযোগী সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করে তিনি জানান, করোনার এই সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো জনগণের পাশে দাঁড়িয়েছে, ভালো কাজ করছে। এ সময় দল ও সহযোগী সংগঠন নেতাকর্মীদের বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান তিনি জানান।
শোকাবহ আগস্ট মাসের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, ‘আমি আমার এই মাসে সবাইকে হারিয়েছি। তাদের জন্য দোয়া ও আত্মার মাগফেরাত কামনা করছি।’
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর সেখানে মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা বিশ্বনাথ সরকার বিটুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।