Type to search

জাতীয়

জন্মদিনে শেখ হাসিনাকে ফুল-মিষ্টি পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল ও মিষ্টি উপহার পাঠিয়েছেন। সঙ্গে শুভেচ্ছাপত্রও পাঠিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে বেনাপোল বন্দর দিয়ে এ উপহারসামগ্রী বাংলাদেশে প্রবেশ করে। রাত পৌনে ৮টায় যশোর বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের উপহারসামগ্রী পৌঁছে ঢাকায় এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়।

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার (পলিটিক্যাল) বিএম জামাল হোসেন জানিয়েছেন, তাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুল, মিষ্টি ও শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন। তারা পাঠিয়েছেন সেগুলো বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

বেনাপোলের সিএন্ডএফ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়পাঠানো উপহারসামগ্রী রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে।

Translate »