দেশে করোনায় আরো ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৪৪
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৫ জন।
শনিবার (১৫ আগস্ট) বিকালে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি এ কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে আরো ২ হাজার ৬৪৪ জন করোনা রোগী আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট পজিটিভ সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ১২ জন সুস্থ হয়েছেন।করোনায় সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন হয়েছে। এছাড়া একই সময়ে ১২ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ করা হয়। করোনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৯১টি।