দেশে করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে
দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) এ মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে শনাক্ত হয়ে ৪৫ জন মৃত্যুবরণ করেছেন। করোনা আক্রান্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে শনাক্তের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে ৩ হাজার ৮৮১ জন সুস্থ হয়েছেন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬১ দশমিক ৫৬ শতাংশ।
দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৭০ হাজার ১৯১ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় আক্রান্ত হার ২০ দশমিক ৩৮ শতাংশ।