Type to search

জাতীয়

নেতাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশকে এগিয়ে নিতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ নেতাদের বিষয়ভিত্তিক দায়িত্ব পালনে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, প্রত্যেকে যার যার বিষয়ভিত্তিক দায়িত্বটা পালন করা প্রয়োজন। দলীয় নির্বাচনী ইশতেহারে যে ঘোষণাগুলো দেওয়া হয়েছে, সরকারের যে পলিসি আছে- সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। প্রতিশ্রুতি কতটুক রক্ষা করা গেছে, সেই বিষয়ে আলোচনা করা প্রয়োজন।

বুধবার (২ সেপ্টেম্বর)  তার সরকারি বাসভবন গণভবন থেকে রাজধানীর বঙ্গবন্ধুর এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর যৌথসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। ২০১০ থেকে ২০২০- এই দশ বছর মেয়াদী প্রথম প্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়েছিল। আর নতুন পরিকল্পনার মেয়াদ ২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, সেই প্রেক্ষিত পরিকল্পনা দলের প্রত্যেক নেতার দেখা উচিত। এখানে দেখে নিতে হবে বিষয়ভিত্তিক সম্পাদকমণ্ডলীর সদস্যদের, কীভাবে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় দেশকে।

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে জীবন বাজি রেখে মানুষের কল্যাণে কাজ করায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও কৃষক লীগসহ অন্য সহযোগী সংগঠন নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের এটাই হচ্ছে কাজ। জাতির জনক আমাদের এটাই শিখিয়েছেন। এটাই আদর্শ তার।

করোনাভাইরাসের মধ্যে থমকে যাওয়া দলের সাংগঠনিক তৎপরতা আবারও গতিশীল করার তাগিদ দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, এখন দলকে সুসংগঠিত করার সময় এসেছে। করোনাভাইরাসের কারণে অনেক জায়গায় সম্মেলন হলেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি। সেগুলো পূর্ণাঙ্গ করার ব্যবস্থা নিতে হবে এখন। ঐক্যবদ্ধ থেকে প্রার্থীর পক্ষে কাজ করতে হবে নির্বাচনগুলোতে।

করোনা সঙ্কটে গত অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে গেলেও দেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারবার ভোট দিয়েছে আওয়ামী লীগকে। সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ। দেশের রিজার্ভ ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ইউএস ডলার আজ। লক্ষ্যমাত্রা করা হয়েছিল প্রবৃদ্ধি ৮ দশমিক ২ ভাগ, গত এপ্রিল পর্যন্ত এটা ৭ দশমিক ৮ অর্জিত হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে কমে গেছে। এরপরও অর্থনৈতিকভাবে একটা ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, ভূমিহীন মানুষকে ভূমি ও গৃহ করে দেবে সরকার। কোনো এলাকায় এমন কেউ থাকলে খুঁজে বের করতে হবে তাদের। যাদের ভিটা আছে ঘর করার টাকা নেই, তাদেরও সহযোগিতা করে যাচ্ছে সরকার।

এ সময় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও হল, পাবলিক লাইব্রেরি, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ মিনার এবং পাবলিক সার্ভিস কমিশনের প্রশিক্ষণ ভবনসহ আরো বেশ কিছু প্রতিষ্ঠানের আধুনিয়কায়নের লক্ষ্যে তার গৃহীত পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার। একই সঙ্গে ভারতের সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশের ‘অকৃত্রিম বন্ধু’ হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা তার আত্মার শান্তি কামনা করেন।

যৌথসভায় উপস্থিত ছিলেন দলীয় কার্যালয় প্রান্তে আরও আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

Translate »