Type to search

বাংলাদেশ রাজনীতি

করোনাভাইরাসের তথ্য গোপন করছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে জ্যামিতিক হারে। প্রতিদিনই হাজার হাজার মানুষ করোনায় শনাক্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে লড়াই করছে। তবে সেই সংখ্যা গোপন করছে সরকার।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী জানান, আওয়ামীলীগ সরকারের নেতা-মন্ত্রীরা নিরাপদে আইসোলেশনে থেকে নির্দেশ দিয়ে যাচ্ছেন। তবে সাধারণ জনগণ বিনা চিকিৎসায় ভেন্টিলেটর, অপিজেন এবং হাসপাতালে শয্যার অভাবে কাতরাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কোনোই দায়িত্ব নেই সরকারের। চোখ বুজে সরকার যেন ধ্যান করছে।

করোনাভাইরাসে শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের করুণ অবস্থা তুলে ধরে তিনি বলেন, শিক্ষার হার খ্যাত দেশগুলো যেমন ব্রিটেন, ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ কোনো দেশেই আজকের বাস্তবতায় অটো পাস দেওয়া হয়নি। সব দেশেই শিক্ষার্থীর মেধার মূল্যায়নের জন্য পরীক্ষার বিকল্প শুধু পরীক্ষাই রাখা হয়েছে। অন্য কিছু নয়। কিন্তু সম্পূর্ণ উল্টো পথে চলছে বাংলাদেশ।

বিজয় দিবসের প্রথম প্রহরে গোপীবাগে প্রয়াত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাসায় দুর্বৃত্তদের হামলার ঘটনাকে কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Translate »