ডাকসু ভিপি নুরসহ ৬জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে বলে জানা গেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রাজধানীর লালবাগ থানায় এই মামলাটি দায়ের করেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
থানার একটি সূত্র জানায়, মামলার আসামিরা হচ্ছেন- নুরুল হক নুর, হাসান আল মামুন, নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি।
এর মধ্যে মূল অভিযুক্ত হাসান আল মামুন, আর ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।