Type to search

রাজনীতি

রাঙ্গামাটিতে করোনায় বিএনপি নেতা রিন্টু মৃত্যু, মির্জা ফখরুলের শোক প্রকাশ

রাঙ্গামাটিতে করোনাভাইরাসে শনাক্ত হয়ে রনেন্দ্র ওরফে চাকমা রিন্টু (৫৩) নামে বিএনপির এক জেলা পর্যায়ের নেতার মৃত্যু হয়েছে। চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ আগস্ট) সকালে মারা যান।

রিন্টু রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। এ নিয়ে রাঙ্গামাটিতে ১২ জন করোনায় মারা গেলেন।

এদিকে রনেন্দ্র চাকমার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে। বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপুসহ জেলার নেতারা গভীর শোক জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

Translate »