খালি হাতে ফিরলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে

দিল্লি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি হাতে দেশে ফিরলে সরকারের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
‘বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত’– ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
কাউকে খুশি করার জন্য মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ করে দেশের অগণিত মানুষকে আজ পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে মন্তব্য করে ফারুক বলেন, পুরো সিলেটে বন্যায় লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এক ব্যক্তিকে খুশি করার জন্য এই সড়ক সিলেটের মানুষের জন্য উপহাস হয়ে পড়েছে।
জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সভাপতি মাইনুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে সমাবেশে মুসলিম লীগের সভাপতি শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।-সমকাল
এবিসিবি/এমআই