Type to search

সারাদেশ

কিশোরগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় ৪ জনের মৃত্যু, আহত ৩

জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে হোসেনপুর থেকে যাত্রীবাহী অটোরিকশা বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের চাপায় এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর তিনজনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

নিহতের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের মো. মিজান মিয়া (২৬) ও কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের মো. আলম মিয়া (৫০)। নিহত অন্য দুইজন ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মণ্ডল জানান, নিহত চার ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন।

এবিসিবি/এমআই

Translate »