Type to search

সারাদেশ

কুমিল্লায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লা সদর দক্ষিণের পাহাড়পুর সীমান্তে  বিএসএফ’র গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।

গত সোমবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর গ্রামের যশপুর বিওপি’র কাছে এ ঘটনা ঘটে। নিহত কামাল সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড় কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের মৃত ইদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কামাল সীমান্তের ওপারে তার আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য পাহাড়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, কামাল বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

-মানবজমিন

Translate »