চট্টগ্রামের পাহাড়তলীতে বস্তিতে আগুনে শিশু ও নারীর মৃত্যু
জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ইস্পাহানি রেল গেইট সংলগ্ন একটি বস্তিতে আগুন লেগে শিশুসহ দু’জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন অনেকে। তাদের কয়েকজনকে উদ্ধার করে পাঠানো হয়েছে চমেক হাসপাতালে ।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ জানাতে পারেনি।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, ‘আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে শিশু ও এক নারী নিহত হয়েছে। এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি রাত পৌনে নয়টার দিকে নিয়ন্ত্রণে আনে আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।’
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বলেন, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বিস্তারিত অনুসন্ধান শেষে।