নেত্রকোনার কলমাকান্দায় ট্রলারডুবি, ১১ জনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাওশালী রাজনগর (বন্দি) এলাকার গুমাই নদীতে বালুবাহী নৌকার সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতর সংখ্যা আরও বাড়তে পারে।
কলমাকান্দা উপজেলার ইউএনও সোহেল রানা এবং থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যাত্রীবাহী ট্রলারটি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থেকে নেত্রকোনার ঠাকুরাকোনায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে বলে গেছে।
জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান জানান, তিনি এই দুর্ঘটনার কথা শুনেছেন এবং সেখানে উপজেলা ইউএনওকে পাঠিয়েছেন।